Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোপালগঞ্জে রেল লাইন ও ইডিসিএলসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৭:০২ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৭:০২ PM

bdmorning Image Preview


গোপালগঞ্জে ভিডিও-কনফারেন্সের মাধ্যমে নব-নির্মিত কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া (গোবরা) ৪৪ কিলোমিটার রেল লাইনে বঙ্গমাতা এক্সপ্রেস ট্রেন চলাচল, এশিয়ার অন্যতম রাষ্ট্রীয় মালিকানাধীন ঔষধ কারখানা এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেডের তৃতীয় কারখানা, এফএম রেডিও স্টেশন, গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়ার থানা ভবন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার উপজেলা পরিষদ ভবন, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় শতভাগ বিদুৎতায়ন ও মধুমতী নদীর উপর কালনা সেতুর নির্মাণ কাজসহ বেশ কয়েকটি প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জের ঘোনাপাড়ায় নির্মিত এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেডের হলরুমে এ ভিডিও-কনফারেন্সিং এর আয়োজন করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহম্মদ নাসিম, সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির, গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খন্দকার মোহম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের উপ-সচিব আবুল কালাম আজাদ, পুলিশ সুপার সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ভিডিও- কনফারেন্সে উপস্থিত ছিলেন।  

Bootstrap Image Preview