Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাকরি হারালেন ঢাবির ৩ শিক্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১০:১৫ AM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১০:১৫ AM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত শিক্ষকরা হলেন, উন্নয়ন অধ্যয়ন বিভাগের বিপ্লব কুমার দত্ত (প্রভাষক), জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তির অভিষেক জামান (প্রভাষক) এবং আন্তর্জাতিক সম্পর্কের আজহার জাফর শাহ (সহকারী অধ্যাপক)।

 

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বিপ্লব কুমার দত্ত ও অভিষেক জামান শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। কিন্তু তাদের ছুটি শেষ হওয়ার পরও তারা বিভাগে যোগদান করেননি। তাই তাদের বিরুদ্ধে চাকরিচ্যুতির ও বিশ্ববিদ্যালয় থেকে নেয়া আর্থিক সুবিধাও ফেরত নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

অন্যদিকে আজহার জাফর ক্লাসে অনুপস্থিত ও একাডেমিক সংশ্লিষ্টতা না থাকায় তার বিরুদ্ধে চাকরিচ্যুতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Bootstrap Image Preview