Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কৃষ্ণাঙ্গদের দেয়া আগুনে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৯:১০ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৯:১০ PM

bdmorning Image Preview
বেলাল হোসেন


এসএই রনি, দ. আফ্রিকা প্রতিনিধিঃ

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি মোঃ বেলাল হোসেন আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মত্যুবরণ করেন।

বুধবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টায় তার মৃত্যু হয়। নিহত বেলাল হোসনের দেশের বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলা।

এর আগে মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৯টার পরে দক্ষিণ আফ্রিকার রাষ্টেনবার্গের মাডিকুয়ী নামক স্থানে দোকান বন্ধ অবস্থায় আগুনে দগ্ধ হন তিনি।

জানা যায়, একদল কৃষ্ণাঙ্গ ডাকাত তার দোকানের গেই ভেঙে দোকানের মূল্যবান মানলাম লুট করে। সে সময় মোঃ বেলাল হোসেন ভিতরে আলাদা একটি রুমে ঘুমাচ্ছিলেন। ডাকাতদল লুট করেই ক্ষান্ত হয়নি। যাওয়ার সময় দোকানের ভিতর আগুন ধরিয়ে দেয়। এতে ভিতরে অবস্থান করা বেলাল আটকা পড়ে যান।

এ ঘটনায় তার দেহের প্রায় সিংহভাগ পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রচণ্ড শারীরিক যন্ত্রণা নিয়ে আজ দুপুর ১২টার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যুর কাছে পরাজয় বরণ করেন তিনি। চলে যান চিরদিনের জন্য না ফেরার দেশে।

Bootstrap Image Preview