Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে ৪ কেন্দ্রে জেএসসি পরীক্ষা, পরীক্ষার্থী ৫ হাজার ৬৪৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৮:৪৯ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৮:৪৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতেও আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হতে যাচ্ছে জেএসসি সমমান পরীক্ষা।

পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে চলতি বছর বালিয়াডাঙ্গী উপজেলায় চারটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেএসসি জেডিসি পরীক্ষায় সকল পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে হবে। এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হবে বলে জানা গেছে। পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে শিক্ষক, ছাত্র, কর্মচারীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

শ্রবণ প্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এ ছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এছাড়া অটিস্টিক, ডাউন সিনড্রোম এবং সেরিব্রাল পলসিজনিত প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেওয়া সুযোগ দেওয়া হবে বলেও জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫০৯ জন, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১২৫৯ জন, বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ১৯৩৮ জন, সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ে ৯৩৯ (মাদরাসা ও ভোকেশনাল) জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি কেন্দ্রের চারপাশে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। একই সাথে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এলাকার সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। আমরা আশা করছি খুব সুন্দর পরিবেশে জেএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview