Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবি ছাত্রলীগ নেতার রুমে সভাপতির তালা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৫:২৭ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৫:২৭ PM

bdmorning Image Preview


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতার রুমে তালা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়ার বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২১৯নং রুমে তালা দেওয়া হয়। তালাবদ্ধ ওই রুমে থাকেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ করিম রুপম।

সূত্রে জানা গেছে, রাত ৮ টার দিকে বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া সহ-সভাপতি মিজানুর রহমান সিনহাকে রুপমের রুমে তালা লাগানোর নির্দেশ দেওয়া হয়। তখন রুপম জিজ্ঞাসা করে আমি ছাত্রলীগ করি কেন আমার রুমে তালা লাগানো হবে? এর পর ৯টার দিকে এসে রুমে তালা লাগানো দেখতে পান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার রুমে তালা লাগানো ছিল বলে জানা গেছে। 

এ প্রসঙ্গে ভুক্তভোগী যুগ্ম সম্পাদক রুপম অভিযোগ করে বলেন, আমি বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক। সভাপতির সাথে বিগত ৬ বছর ধরে ছাত্রলীগের রাজনীতি করি। জীবন বাজি রেখে যেকোন সিদ্ধান্তে দলের জন্য প্রথম থেকেই আছি। কিন্তু সভাপতি চাই আমি রাজনীতি না করি। তার কারণে অনেক ছাত্রলীগ কর্মী ছাত্রলীগের রাজনীতি থেকে দূরে সরে গেছে। ছাত্রলীগ ক্ষতিগ্রস্থ হয়েছে।

তিনি আরও জানান, প্রথম থেকেই সভাপতির বিভিন্ন ভুল পদক্ষেপের বিষয়ে আমি প্রতিবাদ করতাম। ভবিষ্যতে আমি রাজনীতিতে ক্যারিয়ার গড়তে একজন পদপ্রার্থী। তাই প্রতিহিংসা পরায়ন হয়ে কারণ ছাড়াই আমার রুমে তালা লাগানো হয়েছে। এছাড়া আমি সভাপতিকে ফোন দিলে সে বলে, তোর সাথে কথা বলতে ভাল লাগছে না। 

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র কয়েকজন নেতা দাবি করেন, সাইদ করিম রুপম এখন সভাপতির কথামতো চলছে না। যদিও পূর্বে তার হয়ে রাজনীতি করত। তাই মনক্ষুন্ন হয়ে রুমে তালা লাগানোর নির্দেশ দিয়েছে। 

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিকে ফোন দেওয়া হলে তিনি বলেন আমি ব্যস্ত আছি।

Bootstrap Image Preview