Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিতাসে জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু করতে প্রস্তুতি সম্পন্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:৫৬ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:৫৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় কুমিল্লা তিতাসে আগামী ১ নবেম্বর থেকে শুরু হতে যাওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে নানা পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।

তিতাসে এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে প্রায় ৪ হাজার শিক্ষার্থী। উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি মাদরাসা থেকে এসব শিক্ষার্থী অংশ নেবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. আনোয়ারা চৌধুরী জানান, এবার জেএসসি পরীক্ষায় উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ হাজার ১শ' ৮৪ জন এবং জেডিসি পরীক্ষায় উপজেলার ৯টি ও মেঘনা উপজেলার ১টিসহ মোট ১০টি মাদরাসা থেকে ৮শ' ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এদের মধ্যে গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৮১৮ জন, বাতাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২১ জন, মাছিমপুর আর আর ইনস্টিটিউশন কেন্দ্রে ১ হাজার ১২২ জন, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫২৩ জন জেএসসি পরীক্ষায় এবং গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৫৮৮ জন ও মোহনপুর দাখিল মাদরাসা কেন্দ্রে ২৬৮ জন পরীক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছা. রাশেদা আক্তার বলেন, এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষায় সম্পর্কিত সকল ব্যক্তিকে সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

Bootstrap Image Preview