Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকরিয়া-পেকুয়া আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার আহ্বান 

মোঃরিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০১:৪৪ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০১:৪৬ PM

bdmorning Image Preview


মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আগামী একাদশ সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স)এমএ।

গতকাল মঙ্গলবার বিকাল ৩ টার সময় ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় হলরুলে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা মিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী  লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এই আসনটি একবারও আওয়ামী লীগ জয় লাভ করতে পারে নাই। কারণ এই আসনে আওয়ামী লীগ যোগ্য প্রার্থী না থাকার কারণে সব সময় পরাজয় বরণ করতে হয়েছে।

মনোনয়ন প্রত্যাশার বিষয়ে জাফর আলম বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছিলো আমাকে কিন্তু জোটগত কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এই আসন ছেড়ে দিয়েছি। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এবার আমাকে মনোনয়ন দেবেন। তাই তিনি আওয়ামী লীগের নেতাদের এক সাথে কাজ করে আওয়ামী লীগের উন্নয়নের কর্মকাণ্ডগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন। 

সভায় বিশেষ অতিথি হবে উপস্থিত ছিলেন, যথাক্রমে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর বুলবুল, কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী, পশ্চিম বড় ভেওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, কোনখালী  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী ও বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম প্রমুখ।

এছড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview