Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনভর এ্যাম্বুলেন্সের অপেক্ষায় সড়কেই অকাল মৃত্যু হল শিশুটির! 

হাবিব সরোয়ার আজাদ, সিলেট প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ১২:১৯ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ১২:১৯ PM

bdmorning Image Preview


দিনভর এ্যাম্বুলেস বা যানবাহনের অপেক্ষায় থেকে থেকে হাসপাতালে নেওয়ার পূর্বেই অবশেষে দক্ষিণ সুনামগঞ্জ সড়কেই অকালে মৃত্যুবরণ করতে হল জাহিদুল ইসলাম নামের এক শিশুর।

সোমবার (২৯ অক্টোবর) জেলার দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া গণিগঞ্জ বাজারে এ্যাম্বুলেস বা পরিবহনের অপেক্ষারত থাকায় অবস্থায় বেলা ১ টার দিকে ওই শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত জাহিদুল উপজেলার গনিগঞ্জ গ্রামের মইনুল ইসলামের ছেলে।

নবজাতকের পারিবারিক সূত্র জানায়, তিনদিন পূর্বে সদর হাসপাতালে জন্ম নেওয়া শিশু জাহিদুল রবিবার (২৮ অক্টোবর) রাতে শারিরীক অবস্থার অবনতি ও নিউমোনিয়ায় আক্রান্ত হলে ফের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে সোমবার সকাল ৮ টার দিকে পরিবারের লোকজন গ্রামের গণিগঞ্জ বাজারে এ্যাম্বুলেন্স বা যে কোন পরিবহনের জন্য অপেক্ষা করতে থাকে। 

অপরদিকে এ্যাম্বুলেন্স না পেলেও তাৎক্ষণিকভাবে সিএনজি, অটোরিকশা পেলেও পরিবহন ধর্মঘটের অজুহাতে পরিবহন শ্রমিকরা যান চলাচলে বাঁধা প্রদান করে। অসুস্থ নবজাতককে দেখিয়ে মইনুল যানবাহন নিয়ে সুনামগঞ্জে যাওয়ার অনুরোধ করলে শ্রমিকরা তাকে উল্টো গালিগালাজ করে এবং গাড়ি ভাংচুরের হুমকি দেয়। পরে সড়কেই নবজাতকের মৃত্যু হয়।

নিহতের পিতা মইনুল ইসলাম অভিযোগ করে বলেন, গাড়ি নিয়ে আমার বাচ্চাকে হাসপাতালে নিয়ে যেতে পারলে তার এ অকাল মৃত্যু হত না। অনেক অনুরোধ করলাম কিন্তু শ্রমিকদের মন টলেনি।

তিনি আরো বলেন, সরকারি হাসপাতাল ও বেসরকারি পর্যায়ে অনেকে এ্যাম্বুলেন্স চালককে ফোন করেছি কিন্তু শ্রমিকদের ভয়ে তারাও এ্যাম্বুলেন্স নিয়ে আসতে অপারগতা প্রকাশ করেন।

দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নের ইউপি সদস্য কয়ছর আহমদ বলেন, যানবাহন পেলেও ধর্মঘটের কারণে সুনামগঞ্জে কোন পরিবহন শ্রমিক শিশুটিকে হাসপাতালে পৌছে দিতে রাজি হয়নি। পরিবহন শ্রমিকরা একগুয়েমি না করে মানবিক কারণে হাসপাতাল পর্যন্ত যানবাহন দিয়ে পৌছে দিলে হয়ত এ নবজাতক শিশুটির অকাল মৃত্যু হতনা। 

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী সোমবার রাতে জানান, যানবাহন না পাওয়ায় নবজাতকের সড়কেই মৃত্যু হয়েছে।
 

Bootstrap Image Preview