Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে আইনের শাসন আছে বলেই খালেদার শাস্তি হয়েছে: হানিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৬:৪৯ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৬:৪৯ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দেশে আইনের শাসন আছে বলেই খালেদা জিয়ার দুর্নীতির মামলার শাস্তি হয়েছে।

সোমবার দুপুরে পাবনা সার্কিট হাউজে পাবনা চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হওয়ায় তিনি আইনের চোখে দোষী সাব্যস্ত হয়েছেন। এই রায়ে প্রমাণ হয়েছে যতো বড় প্রভাবশালী নেতাই হন না কেন, বাংলাদেশে অপরাধ করে পার পাওয়া যায় না। আইনের শাসন প্রতিষ্ঠায় এ রায় একটি যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে থাকবে।

নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টের বিষয়ে তিনি বলেন, ঐক্যফ্রন্টের নামে আগামী সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে। এজন্য নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মো. আলী মতুর্জা বিশ্বাস সনি, সহ-সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস সহ আরও অনেকে।

Bootstrap Image Preview