Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দিলো প্রধান শিক্ষক

নারী ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৪:৪৫ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে এক স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে মো. সিরাজুল হক নামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার (২৭ অক্টোবর) শ্রীপুরের বলদীঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ক্ষুদ্র নৃতাত্ত্বিকগোষ্ঠী আদিবাসী সমপ্রদায়ের ওই ছাত্রী আর্থিক সমস্যার কারণে পরীক্ষার ফরম পূরণ করতে পারছে না। ফলে গত ২৭শে অক্টোবর বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে অল্প টাকায় ফরম করার কথা বললে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেয় এবং যতদিন বিদ্যালয়ে পড়বে ততদিন তার কোনো খরচ হবে না বলেও জানান।

এমন প্রস্তাব পেয়ে ওই স্কুলছাত্রী লজ্জায় প্রধান শিক্ষকের কক্ষ ত্যাগ করে। এরপর অনেকবার তাকে ফোনেও কুপ্রস্তাব দেয় ওই শিক্ষক।

ইতিমধ্যে কুপ্রস্তাবের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফেসবুকে’ ফাঁস হয়েছে। ওই ছাত্রীর অভিযোগ- তার সঙ্গে রাত না কাটালে জেএসসি পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দেবেন না। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রীর মা।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আকতার জানান, লিখিত অভিযোগ পেয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview