Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় নিখোঁজের ২দিন পর শিশুর গলাকাটা লাশ উদ্ধার

আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:২৫ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:২৫ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় নিখোঁজ শিশু জুয়েলের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।  

রবিবার (২৮ অক্টোবর) রাতে ইটালী ইউনিয়নের কুমগ্রাম-বুনকুড়ি ব্রীজ এলাকা থেকে তার জবাই করা মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত জুয়েল কুমগ্রাম গ্রামের কৃষক মুক্তার সরকারের পুত্র ও কুমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ও এলাকাবাসী জানান, শুক্রবার (২৬ অক্টোবর) শিশু জুয়েল সরকার (৮) নিখোঁজ হয়। অনেক অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে শনিবার (২৬ অক্টোবর) সকালে সিংড়া থানায় একটি জিডি করে নিহতের পিতা মুক্তার সরকার। 

ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। কে বা কারা কি কারণে নিস্পাপ শিশুকে হত্যা করলো, তা মেনে নেওয়ার মত না।

ওসি ( তদন্ত) নেয়ামুল আলম জানান, নিহতের বাবা শনিবার থানায় জিডি করেন, রবিবার বিকেলে এসআই শাহেদ ঘটনাস্থল তদন্ত করেন, কি কারণে তাকে হত্যা করা হলো তা বোধগম্য নয়। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি, তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা উদঘাটনে কাজ করছে পুলিশ।


 

Bootstrap Image Preview