Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লাশ পাওয়ার দু’দিন পর মিলল গৃহবধূর বিচ্ছিন্ন মাথা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০১:৫৬ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০১:৫৬ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরের হালিশহর ছোটপুল এলাকা থেকে গত শুক্রবার সুমি ইসলাম (২৬) নামে এক গৃহবধূর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুমি ইসলামের স্বামী মো. জাহিদ হোসেন রাজুসহ (২৮) ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে ওই গৃহবধূর মাথা উদ্ধার করা হয়।   

গতকাল রবিবার দিবাগত রাতে বেপারীপাড়া পইট্টাদীঘির পশ্চিম পাশে কবরস্থানের ঝোপের ভেতর থেকে ওই নারীর মাথা উদ্ধার করা হয় বলে জানান হালিশহর থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক।

সুমি ইসলাম খুলনার পোটপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে। স্বামী জাহিদ হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকার হারুনুর রশিদের ছেলে। গত দেড় বছর আগে তাদের বিয়ে হয়। সুমি সিডিএ আবাসিক এলাকায় একটি বুটিক হাউজে চাকরি করতেন। তারা ছোটপুল এলাকায় ভাড়া থাকতেন বলে জানায় পুলিশ।

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) বদরুল কবির বলেন, গ্রেফতারের পর জাহিদ হোসেন হত্যাকাণ্ডের কথা শিকার করে জড়িত অন্যদের নামও বলেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এ মামলার বাকী আসামিরা হলেন- আবদুল জলিল ও তার স্ত্রী ফেরদৌস। তারা সুমির প্রতিবেশী।

জাহিদ পুলিশের কাছে দাবি করেছে, দাম্পত্য কলহ থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি। বিয়ের পর থেকে সুমির সঙ্গে জাহিদের বনিবনা হচ্ছিল না । বিভিন্ন জনের সঙ্গে সুমির মেলামেশা নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। 

গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের খবরে ছোটপুল এলাকায় সড়কের নিচে ড্রেনের ভেতর থেকে সুমি ইসলামের বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে পু্লশি বাদি হয়ে হালিশহর থানায় হত্যা মামলা দায়ের করে।

Bootstrap Image Preview