Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রতিশ্রুতিশীল ৪২ শিল্পী নিয়ে পার্বতী বাউলের সঙ্গীত কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১১:৩০ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১১:৩১ PM

bdmorning Image Preview


বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং শিল্পী পার্বতী বাউলের প্রশিক্ষণে সঙ্গীত ও নৃত্যকলা ভবনের মহড়া কক্ষে শুরু হয়েছে তিনদিনব্যাপী বাউল সঙ্গীত কর্মশালা।

আজ রবিবার (২৮ অক্টোবর), বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে বাউল সঙ্গীত কর্মশালা। প্রশিক্ষণ প্রদান করছেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী পার্বতী বাউল।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত শিল্পী ও বাউল শিল্পীসহ প্রতিশ্রুতিশীল ৪২জন শিল্পী তিনদিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবনের মহড়া কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদেরকে সনদপত্র প্রদান করা হবে।

পার্বতী বাউল উপমাহদেশের একজন প্রখ্যাত বাউল সঙ্গীত শিল্পী। শৈশবে পার্বতী বাউল এর নাম ছিল মৌসুমী পারিয়াল।দেশভাগের আগে তাঁর পূর্বপুরুষদের বাস ছিল বাংলাদেশের রাউজানের পশ্চিম গুজরার গ্রামে।

বাউল গানের তত্ত্ব কথাগুলি তিনি তাঁর সাধক শিষ্যদের কাছে গানের সাথে সাথে গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। বাউল সাধিকা ফুলমালি দাসী, সনাতন দাস বাউল, শশাঙ্ক গোঁসাই এই তিন জনের কাছ থেকে বাউল দীক্ষা গ্রহণ করেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গত ২৭ অক্টোবর জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিল্পী পার্বতী বাউল-এর পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Bootstrap Image Preview