Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আবারও আটলান্টিকে ভাসবে টাইটানিক!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৮:০০ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৮:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিনেমার পর্দাতে টাইটেনিকের করুণ পরিনতি দেখে অনেকেই মনে গেঁথে রয়েছে টাইটানিক জাহাজে। আটলান্টিকের গভীরে তার হদিস হয়তো মিলেছে কিন্তু চোখে দেখেছেন ক'জন?‌

তবে সেই টাইটানিকই আবার ভাসবে আটলান্টিকে। ২০২২–এ আবার শীতল আটলান্টিকে বুক চিড়ে ভেসে চলবে সেই ঐতিহাসিক বিলাসবহুল প্রাসাদোপম জাহাজ।

আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা করেও ফেলেছে অস্ট্রেলিয়ার ব্লু স্টার লাইন নামে একটি সংস্থা। এই টাইটানিক পাড়ি দেবে নিউইয়র্ক থেকে। কোনও একটি নির্দিষ্ট গন্তব্যে তার লক্ষ্য নয়।

সারা পৃথিবী যাতে টাইটানিক দেখতে পায় তার জন্য সব মহাদেশের উপকূলেই ভিড়বে এই বিলাস তরী।
১৯১২ সালে সেই সলিল সমাধি হওয়া টাইটানিকের আদলেই তৈরি করা হবে নতুন টাইটানিককে। সেই স্মৃতি মনে করিয়ে দিতেই সেই পথে চলবে টাইটানিক টু।

২,৪৩৫ জন যাত্রী বহন ক্ষমতা থাকবে তাতে। থাকবে তিনটি শ্রেণির কেবিন। অত্যাধুনিক প্রযুক্তি ইঞ্জিন আর র‌্যাডার। ৮৩৫টি কেবিন থাকছে তাতে। বিশ্বের যেকোনও প্রান্তের মানুষ টিকিট কাটতেই পারেন।

Bootstrap Image Preview