Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগে কলেজ ছাত্রের কারাদণ্ড 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০২:৩৫ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০২:৩৫ PM

bdmorning Image Preview


ফরিদপুরের বোয়ালমারীর রুপাপাত ইউনিয়নে বামনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে হৃদয় মোল্যা (১৯) নামে এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এ কারাদণ্ড প্রদান করেন।  

হৃদয় মোল্যা উপজেলার কুমরাইল গ্রামের মোতাহার মোল্যার ছেলে। সে পাশের সালথা উপজেলার নবকাম পল্লী ডিগ্রি কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্র।

আদালত সূত্রে জানা যায়, হৃদয় তার প্রতিবেশি ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। এছাড়া ওই ছাত্রীর ছবি দিয়ে হৃদয়ের ফেসবুক আইডিতে আপত্তিকর মন্তব্য করে আসছিল। 

পরে বিষয়টি ওই ছাত্রী নিজে সহকারী কমিশনার (ভূমি) কে লিখিতভাবে জানালে তিনি শনিবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।

অভিযোগের সত্যতা পেয়ে হৃদয়কে আটক করে ঘটনাস্থলেই আদালত বসিয়ে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

পরে তাকে শনিবার বিকেলেই ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়। 
 

Bootstrap Image Preview