Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারী উদ্যোক্তা সৃষ্টি ও প্রতিবন্ধকতা দূর করতে সরকার সব সময় আন্তরিকঃ বাণিজ্যমন্ত্রী

নারী ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০১:৪৯ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০২:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ব্যবসায়ীবান্ধব সরকার। তিনি সব শ্রেণির ব্যবসায়ীদের প্রতি দৃষ্টি রাখার পাশাপাশি নারী ব্যবসায়ীদের প্রতিও বিশেষ সহযোগিতা দিয়ে থাকেন এমনটিই বলেছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার (২৭ অক্টোবর) রাজধানীর এক হোটেলে জাতিসংঘ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

এছাড়া ওই আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরীতে সব ধরনের বাঁধা দূর করার দাবি জানিয়েছে ওমেন ইন্টারপ্রেনার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এসোসিয়েশন, ওয়েন্ড।

ওয়েন্ড এর প্রেসিডেন্ট ড. নাদিয়া বিনতে আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, যুক্তরাজ্যে বাংলাদেশি হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, ইউএনডিপির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জীসহ বিভিন্ন খাতের নারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অর্ধেক জনসংখ্যা নারীকে পেছনে রাখার সুযোগ নেই। নারীর ক্ষমতায়ন ও নারীর উন্নয়নে বর্তমান সরকারের অনেক অবদান রয়েছে।

জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সফলভাবে এসডিজি অর্জন করবে। এর আগে বাংলাদেশ সফলভাবে এমডিজি অর্জন করে পুরস্কৃত হয়েছে। বাংলাদেশের উন্নয়ন বিশ্ববাসীর কাছে রোল মডেল।

তিনি বলেন, বিশ্বে বাংলাদেশ শুধু উন্নয়ন নয় সম অধিকার প্রতিষ্ঠায়ও রোল মডেল। সব ক্ষেত্রে সুযোগ তৈরি করে দেওয়ায় ছোট থেকে শুরু করে বড় ব্যবসায় নারীরা এগিয়ে আসছে, সাফল্য আসছে। নারী উদ্যোক্তা সৃষ্টি ও যেকোন প্রতিবন্ধকতা দূর করতে সরকার সব সময় আন্তরিক।

সভায় বক্তারা বলেন, ব্যবসা-বাণিজ্যে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোন দেশ উন্নয়নের চূড়ায় যেতে পারে না। জাতিসংঘ ঘোষিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সারা বিশ্বে নারীর সম-অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

 সম অধিকার প্রতিষ্ঠা করতে হলে নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। সেজন্য নারী উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বাধা দূর ও সচেতনতা তৈরির পরামর্শ দেন তারা।

Bootstrap Image Preview