Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুকুরটির দিকে আগুনের আভা দিয়ে ফণা তুলছে সাপ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৮:৫৯ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৮:৫৯ PM

bdmorning Image Preview


কামারের মধ্যে ঘুরছে একটি সাপ। পাশে একটি কুকুর। কুকুরটির দিকে ফণা তুলে আছে সাপটি। সাপের ফণায় দেখা যাচ্ছে আগুনের আভা।

ভারতের কর্নাটকের চিকমাগালুরের এক খামারে এমন একটি কেউটে সাপের সন্ধান পেয়েছে গ্রামবাসী। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই কেউটে সাপের ভিডিও।

সংশ্লিষ্ট খামারে নিয়মিতই এই সাপটি দেখা যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

জানা গিয়েছে, ওই খামারে নিয়মিত দেখা মেলে সাপটির। ওই লাল আভার কারণে গ্রামবাসীদের অনেকেই মনে করেন, এই সাপ দৈব-প্রেরিত। এর কোনও অতিলৌকিক ক্ষমতা রয়েছে। তাই নিয়মিত পুজোও পায় এই ‘সর্পদেবতা’।

সম্প্রতি এই সাপের একটি ভিডিও আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, সাপটি ফণা তুলে রয়েছে। আর ফণায় ঝলক দিচ্ছে লাল চক্র। বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, সূর্যের আলো পড়েই এমনটা দেখাচ্ছে। তবে এটাও অনেকে স্বীকার করেছেন , কেউটের ফণায় এমন লাল চক্র সত্যিই বিরল।

Bootstrap Image Preview