Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৯:০৬ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৯:০৬ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ১১তম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকবে।

আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা পরিষদ ও সংসদীয় দলের যৌথসভায় সূচনা বক্তব্যে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে আমরা অবশ্যই জয়লাভ করব। কেননা, দেশের জনগণ আমাদের সঙ্গে রয়েছে। খবর বাসসের

প্রধানমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। সেসময় স্বাধীনতার স্বপক্ষ শক্তি ক্ষমতায় থাকবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, স্বাধীনতার স্বপক্ষ শক্তি যদি ক্ষমতায় না থাকে তাহলে যথাযথভাবে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে না। পাকিস্তানপ্রেমীরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে না। এটাই বাস্তবতা।

জনগণের ওপর তাঁর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ তার শক্তি ও ভোট নিয়ে ক্ষমতায় আসে। উন্নয়নের ছোঁয়া প্রত্যেকের জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে এবং তাদেরকে একটি সুন্দর জীবন উপহার দিয়েছে।

জনগণ সরকার গঠনে আওয়ামী লীগকে আরেকবার নিশ্চিত সুযোগ দিয়ে পরিবর্তনের এ ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Bootstrap Image Preview