Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে স্কুলছাত্রী উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:৪৭ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:৪৭ PM

bdmorning Image Preview


শ্রীপুর (গাজীপুর )প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে উত্যক্তের অভিযোগে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আকতার এ দণ্ডাদেশ দেন।

অভিযুক্ত রিমন শ্রীপুর উপজেলার সোনাকর গ্রামের নাজমুল ইসলামের ছেলে ও শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, অভিযুক্ত রিমন বেলা ১২টার দিকে কৌশলে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের একাদশ শ্রেণির একটি কক্ষে ঢোকে। পাঠদান শেষে বের হওয়ার সময় ওই শ্রেণির এক ছাত্রীর চোখের চশমা খুলে দিতে বলে।

এর প্রতিবাদ জানালে ওই ছাত্রীকে চর থাপ্পর মারে সে। এ সময় অন্যান্য শিক্ষার্থীরা রিমনকে আটক করে শিক্ষকদের মাধ্যমে পুলিশকে জানায়। পুলিশ অভিযুক্তকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

ওই ছাত্রী জানায়, এর আগেও বেশ কয়েকবার বিভিন্নভাবে রিমন তাকে উত্যক্ত করে আসছিল। লোক লজ্জার ভয়ে সে কাউকে কিছু বলেনি।

Bootstrap Image Preview