Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জা‌বি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৭:১৭ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৭:১৭ PM

bdmorning Image Preview


জা‌বি প্র‌তি‌নি‌ধি:

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৩য় জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'জে ইউ জাবিয়ান' দল।

গত ২৩ অক্টোবর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কতৃক আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১০৩টি দল অংশগ্রহণ করে।

'জে ইউ জাবিয়ান' দলের চ্যাম্পিয়ন সদস্যগণ হলেন জাবি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ৪র্থ বর্ষের সাবেরা মাহমুদ প্রমি, একই বিভাগের ৩য় বর্ষের মীর নওশিন জাহান এবং কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের রিচিতা খন্দকার।

প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অপর একটি দল দশম হওয়ার গৌরব অর্জন করে। এ দলের সদস্যগণ হলেন- কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শতাব্দী বিশ্বাস, নাবিলাহ হোসেন সরকার এবং শর্মিষ্ঠা স্বর্ণা।

প্রতিযোগিতায় বিজয়ী দল আজ উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বেলা এগারোটায় কাউন্সিল কক্ষে এ সাক্ষাৎকালে উপাচার্য বিজয়ী ছাত্রীদের অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে জাবি উপাচার্য ফারজানা ইসলাম বলেন, কৃতি এ ছাত্রীগণ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছে। বিশ্ববিদ্যালয় তাদের জন্য গৌরববোধ করে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নুরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।

Bootstrap Image Preview