Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুবিতে নিরাপদ পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৮:৩১ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৮:৩১ PM

bdmorning Image Preview


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিরাপদ পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের আয়োজনে প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ২টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াস্ট টেকনোলজিস এল এল সি’র চেয়ারম্যান ড. মঈনুদ্দীন সরকার। 

বিজ্ঞান অনুষদের ডীন ড. এ. কে. এম. রায়হান উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের এবং ওয়াস্ট টেকনোলজিস এল এল সির প্রধান নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান আরা শেলী।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন ড. জি. এম. মনিরুজ্জামান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, ফার্মেসি বিভাগের সভাপতি মো. এনামুল হক, সহকারী প্রক্টর মোহাম্মদ আতিকুর রহমান ও মো. রবিউল আলম প্রমুখ।

Bootstrap Image Preview