Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুবির ১৬'শ কোটি টাকার মেগা প্রকল্প প্রদর্শন

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৬:০৩ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৬:০৫ PM

bdmorning Image Preview


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দীর্ঘদিনের প্রতীক্ষিত উন্নয়ন প্রকল্প ১৬৫০ কোটি টাকার মেগা প্রকল্পের অনুমোদিত উন্নয়ন খাত বিশ্ববিদ্যালয় পরিবারকে জানাতে প্রেস ব্রিফিং করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে মেগা প্রকল্পের মাস্টার প্ল্যান বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের ৪০১নং কক্ষে এ প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ও রেজিস্ট্রার (চলতি দায়িত্বে) ড. মো. আবু তাহের।

মেগা প্রকল্প অনুমোদন সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন খাতে ব্যয় করা হবে জানিয়ে উপাচার্য বলেন, এই প্রকল্পে শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সকল সুযোগ তৈরি করে দেয়া হবে। ছাত্র না বাড়িয়ে সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হবে এটি।

ক্যাম্পাস স্থানান্তরিত হবে না জানিয়ে রেজিস্ট্রার ড. আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস এখানেই থাকবে। তবে এ ক্যাম্পাস থেকে কিছুদূরে (ডায়নো পার্কের পর থেকে) ক্যাম্পাস সম্প্রসারণের জন্য নতুন জায়গা নেওয়া হবে। সরকারি আদেশ পেলে নভেম্বর থেকে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিনিধি ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান মোঃ এনামুল হকের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন, কাজী নজরুল ইসলাম হলের প্রভোষ্ট কাজী ওমর সিদ্দিকী, কলা অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ প্রমুখ।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এর নেতৃবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল (২৩ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১ তম সভায় ২১টি প্রকল্পের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এই মেগা প্রকল্পের অনুমোদন দেয় হয়। ভূমি অধিগ্রহণ ও নতুন ভবন নির্মাণের জন্য এই প্রকল্প দেয়া হয় বলে জানা যায়।

Bootstrap Image Preview