Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আহত ছেলে-মেয়ে

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৪:২৪ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৪:২৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। একইসাথে আহত হয়েছেন তার ছেলে ও মেয়ে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার মফিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ওই নারীর নাম শেলী খাতুন। তিনি ঢাকার দক্ষিণ বনশ্রীর আব্দুল মান্নান চৌধুরীর স্ত্রী।এছাড়া আহতরা হলেন শেলীর ছেলে সেতু এবং মেয়ে এলি খাতুন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেলীর ভর্তি পরীক্ষা উপলক্ষে তারা রাজশাহী গিয়েছিলেন। সেখান থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।

তিনি আরও জানান, রাজশাহী থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি বেলা ১১টার দিকে মফিজ মোড়ে পৌঁছলে পিছনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

সংবাদ পেয়ে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

সদর থানার এসআই শামীম হোসেন জানান, নিহত নারীর মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহতদের মধ্যে মেয়ে এলির অবস্থা আশংকাজনক। বিকালে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সেতুও তার সাথে রয়েছেন।

Bootstrap Image Preview