Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিবপুরে বাস ও সিএনজি সংঘর্ষ, নিহত ১

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৫৩ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৫৩ PM

bdmorning Image Preview


নরসিংদী শিবপুর উপজেলায় বিপরীত দিক থেকে আসা বাসের সাথে সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সড়ক দুর্ঘটনায় আরও ৫জন আহত হয়েছে।

আজ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পুরানদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদশীরা জানান, দুপুরে ইটাখোলা থেকে ছেড়ে আসা সিএনজিটি ৫ জন যাত্রী নিয়ে উপজেলার পুরানদিয়া বাসস্ট্যান্ডে আসলে অপরদিক থেকে আসা মনোহরদী পরিবহনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালন মারা যান। এসময় আহত হন আরও ৫ যাত্রী।

আহরা হলেন, শাহিনূর আক্তার কুলসুম (২৮), জয়নাল আবেদিন (৩২), সালমা আক্তার (১৭) আসাদ মিয়া (৪৫), শফিকুল ইসলাম (৩৫)। নিহতের নাম শাহিন মিয়া (১২) পিতা- আসাদ মিয়া, দঁত্তেরগাও গ্রামের শিবপুর উপজেলার বাসিন্দা।

এদিকে পুরানদিয়া বাসস্ট্যান্ডের সুপারভাইজার শাহিনূর ইসলাম বলেন, হঠাৎই সিএনজি চালক অভারটেকিং করতে গিয়ে মনোহরদী পরিবহনের সাথে বাজিয়ে দেয়। ঘটস্থলেই মারা যায় শাহিন মিয়া (২২)। আহতদের দ্রুত শিবপুর স্বাস্থ্য বিশেষজ্ঞ হাসপাতালে প্রেরণ করি।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বলেন, এটি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। তাই আমরা আহতদের সু-চিকিৎসা দিচ্ছি এবং নিহত শাহিন মিয়ার লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।   

Bootstrap Image Preview