Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফেনীতে ৫ বছরের শিশুকে নির্মমভাবে নির্যাতন, আটক মা

নারী ডেস্কঃ
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০২:৪৩ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০২:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফেনীর সদর উপজেলায় ৫ বছরের এক শিশুকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ওই শিশুর পালক মা শাহেলা আকতার শাহিনীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ অক্টোবর) গভীর রাতে শর্শদী এলাকার একটি জঙ্গল থেকে তাকে আটক করে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার দুপুরে শর্শদীর গজারিয়া কান্দি এলাকার পাঠান বাড়ি সংলগ্ন একটি সড়কে প্রিয়াংকা নামের শিশুটিকে ক্ষত-বিক্ষত শরীর নিয়ে কাঁদতে দেখে জোহরা আক্তার নামে এক নারী। পরে স্বামীর পরামর্শে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন তিনি।

জোহরা আক্তার বলেন, মেয়েটি তার নাম প্রিয়াংকা ও মায়ের নাম শাহিনী (পালক মা) শুধু এ তথ্য দিতে পেরেছে।

প্রতিবেশী জোহরা বেগম আরও জানান, প্রিয়ংকার বাবা-মা নেই। শাহেলা তাকে পালক মেয়ে বললেও তাকে দিয়ে ঘরের কাজকর্ম করাতেন। কারণে-অকারণে শিশুটির ওপর নির্যাতন চালাতেন।

এ বিষয়ে ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাজমুল হাসান বলেন, শিশুটির শরীরে অসংখ্য পোড়া ক্ষত স্থান রয়েছে। তাকে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এদিকে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে শাহেনী দোষ স্বীকার করে বলেন, তার ওপর জ্বিন ভর করতো সে সময় প্রিয়াঙ্কার শরীরে আগুনের ছ্যাকা দিলে জ্বিন চলে যেত। আর সে কারণেই তাকে তিনি আগুনের ছ্যাকা দিতেন।

Bootstrap Image Preview