Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চরভদ্রাসনে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্রী নিহত

চরভদ্রাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:৪২ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:৪২ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ফরিদপুরের চরভদ্রাসনে ইজি বাইকের চাকায় পিষ্ট হয়ে মিতু আক্তার(১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরসুলতানপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত ঐ ছাত্রী একই গ্রামের আবুল কালাম মন্ডলের মেয়ে ও চরসুলতান পুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী।

গতকাল সোমবার দুপুরে মিতু আক্তার তার বান্ধবীর বাড়ি থেকে ইজি বাইকে চরে চরহাজিগঞ্জ বাজারে আসন্ন জেএসসি পরীক্ষার দেওয়ার বোর্ড আনতে গেলে পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, এ দুর্ঘটনার পর পরই স্থানীয়রা মিতুকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে জানা যায়।

গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব হোসেন ও চরভদ্রাসন থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Bootstrap Image Preview