Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে ৩ বছরের শিশুকে হত্যা, আটক ২

নারী ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৩:০০ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৩:০৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নারায়ণগঞ্জে উম্মে তাবাসসুম জুঁই নামে তিন বছরের এক শিশুকে নিজ বাড়ির দুই ভাড়াটে অপহরণ করে শ্বাসরোধে ও ইনজেকশন পুশ করে হত্যা করেছে। এ ঘটনায় শাহজালাল (১৮) ও আশরাফুল (১৯) নামে দু’'জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২১ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ দলডাঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এর আগে গত বৃহস্পতিবার উপজেলার টেকপাড়া এলাকায় তিন বছরের ওই শিশুকে হত্যা করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহজালাল ও আশ্রাফুল পুলিশকে জানায়, টেকপাড়া এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকত তারা। বাড়িওয়ালার মেয়ে জুঁইকে অপহরণের পর মুক্তিপণ দাবির পরিকল্পনা ছিল তাদের পূর্বপরিকল্পিত।

গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলছিল জুঁই। এ সময় তার মুখ চেপে ধরে তাকে অপহরণ করে তারা। তার পর ভাড়া বাসায় নিয়ে মুখে স্কচস্টেপ লাগিয়ে হাত-পা বেঁধে ফেলে। চিৎকার করলে জুঁইয়ের মুখে পলিথিন দিয়ে চাপ দিয়ে ধরে তারা। এতে জুঁই অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে জুঁইয়ের শরীরে অজ্ঞান করার ইনজেকশন পুশ করে তারা। এরপরই জুঁই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা আরও জানায়, জুঁইকে হত্যার পরই তার পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা নিয়ে যেতে বলা হয় কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর ঘটনা পুলিশকে জানালে জুঁইকে হত্যার হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত পরিবারের লোকজন মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দিতে রাজি হন।

এদিকে মুক্তিপণের টাকা না পেয়ে এবং কোনো উপায় না দেখে রাতেই হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি করে আনোয়ার হোসেনের বাড়ির পেছনে জুঁইয়ের লাশ ফেলে পালিয়ে যায় দুই ঘাতক।

ওসি আরও জানান, পালিয়ে যাওয়ার সময় শাহজালাল তার আপন ভাই খৈবর আলীকে হত্যাকা-ের ঘটনা জানিয়ে যায়। পুলিশ সন্দেহজনকভাবে শনিবার খৈবর আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যারহস্য বেরিয়ে আসে।

পরে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে খৈবর আলীকে সঙ্গে নিয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতায় গতকাল দুপুরে শাহজালাল ও আশ্রাফুলকে গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের টেকপাড়া এলাকার বাড়ির পেছন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উম্মে তাবাসসুম জুঁইয়ের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জুঁইয়ের বাবা আনোয়ার হোসেন রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Bootstrap Image Preview