Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাঝরাস্তায় বাশের বেড়া!

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৯:২১ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৯:২১ PM

bdmorning Image Preview
কাউরিয়ারচর গ্রামে প্রবেশের একমাত্র সরকারি রাস্তা


কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়নের কাউরিয়ারচর গ্রামে প্রবেশের একমাত্র সরকারি রাস্তায় বাশের বেড়া ও গাছের ডাল পালা ফেলে রাস্তাটি বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক মেম্বারের ভাতিজাদের বিরুদ্ধে।

অভিযোগ মিলেছে দখল করে সরকারি ভূমির এক প্রান্তে ঘরও নিমার্ণ করেছেন অভিযুক্ত রফিক, জহিরুল এবং মোস্তফা গংরা। এদিকে রাস্তা বন্ধ করার পর থেকে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী। গ্রামে প্রবেশ করতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

জানা যায়, গতকাল শনিবার (২০ অক্টোবর) সকালে বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয় তারা। অভিযুক্তরা একই গ্রামের সাবেক মেম্বার আব্দুল বাতেন এর ভাতিজা।

অনুসন্ধানে জানা যায়, বেড়িবাধ থেকে কাউরিয়ারচর গ্রামের রাস্তাটি ১৬ফুট চউরা সরকারি রাস্তা। উক্ত রাস্তা এক প্রান্তে সাবেক মেম্বার আব্দুল বাতের এর ভাতিজা রফিক পাকা ঘর নির্মাণ করে অনেকটা অংশ দখল করে নেয়। অপরদিকে আব্দুল বাতেন এর আরেক ভাতিজা জহিরুল রাস্তার অনেকটা অংশ দখল করে আছে। এছাড়াও সরকারি রাস্তার দুই পাশে দুটি মাছের ফিশারিজ করে রেখেছে যে কারণে প্রতি বছর বর্ষায় রাস্তাটি ভেঙ্গে মেরামতের প্রয়োজন হয়। গত শনিবার সকালে সাবেক মেম্বার আব্দুল বাতেন এর ভাতিজা রফিক, জহিরুল, মোস্তফা গংরা একত্রিত হয়ে গ্রামে প্রবেশের একমাত্র রাস্তাটি বাঁশ দিয়ে বেড়া দিয়ে বন্ধ করে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে কাউরিয়ারচর এক গ্রামবাসী জানান, আব্দুল বাতেনকে আমরা গত ২৫ বছর বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেম্বার বানিয়েছি। আজ ২৫ বছর পর উপহার হিসেবে তার ভাতিজারা সরকারি রাস্তা দখল করে বাড়িঘর নির্মান, রাস্তায় গাছ রোপন করা, সর্বশেষ মানুষ চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে।

তিনি আরও জানান, গত ২৫ বছরে কাউরিয়ারচর গ্রামে কোন দৃশ্য মান উন্নয়নমূলক কাজ হয়নি। তবে মেম্বার পরিবর্তন করায় গত এক বছরের মধ্যে এই রাস্তাটিতে প্রথমে ইটের সলিং হয়েছে পরবর্তীতে রাস্তাটি পাকা হয়েছে। গত ২৫ বছরে বিভিন্ন সময় গ্রামের গরিব ও অসহায় মানুষের জন্যে আসা অনুদান আত্মসাতের অভিযোগও রয়েছে।

এ ঘটনায় কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করছে উক্ত গ্রামবাসী। একইসঙ্গে সরকারি রাস্তাটি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

Bootstrap Image Preview