Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আসবাবপত্রের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা পেলে বাড়বে রপ্তানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৩:০২ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৩:০২ PM

bdmorning Image Preview


দেশীয় আসবাবপত্রের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা পাওয়া গেলে এ খাতে রপ্তানির পরিমাণ আরও অনেক বাড়ানোর সুযোগ রয়েছে বলছেন ব্যবসায়ীরা।আগের তুলনায় বাজার বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় দুই হাজার থেকে তিন হাজার কোটি টাকায়।

নিপুন নকশা, নতুনত্ব আর আধুনিকতার ছোঁয়ায় পাল্টে গেছে দেশের আসবাব শিল্পী। দক্ষ কারগির, যন্ত্রাংশ আর প্রযুক্তির সম্মেলনে এখন এখাতে রমরমা কারবার। দেশে এ শিল্পের উদ্যোক্তার সংখ্যা ছোটবড় মিলিয়ে হাজার ত্রিশের মতো, কর্মসংস্থান হয়েছে অন্তত ২০ লাখ লোকের।

একসময় আসবাব বলতে শুধু খাট, চেয়ার-টেবিল বুঝালেও এখন এর ব্যাপ্তি অনেক। মানুষের চাহিদা আর রুচিতেও এসেছে পরিবর্তন ঘর সাজাতে প্রাধান্য পাচ্ছে যুগোপযোগী নকশার আসবাবপত্র।

দেশের চাহিদা মিটিয়ে আসবাবপত্র রপ্তানি হচ্ছে বিদেশীরাও। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য, গত র্অথবছরে আসবাবখাতে বিদেশ থেকে আয় ছিল ৫২২ কোটি টাকা, সুযোগ আছে আরও বহুগুন বাড়ানোর। উদ্যোক্তরা বলছেন, বিশ্ববাজারের বড় একটি অংশ দখলে রাখা আসবাবপত্রের বাজারে সহজেই ভাগ বসাতে পারে বাংলাদেশ। দেশ-বিদেশের বাজার র্দীঘসময় কব্জায় রাখতে দক্ষ শ্রমিক তৈরির তাগিদও দেন তারা।

বর্তমানে ইউরোপ, আমরেকিা ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ২৭টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি আসবাবপত্র।

Bootstrap Image Preview