Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শপিংমলে হাঙরভর্তি ট্যাংকে পড়ে গেলেন নারী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ১১:৪৮ AM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ১১:৪৮ AM

bdmorning Image Preview


চীনের একটি শপিংমলে হাঙরভর্তি ট্যাংকে এক নারীর পড়ে যাওয়ার ভয়ানক দৃশ্য ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। তবে সম্প্রতি ঘটা এ দুর্ঘটনায় অক্ষত আছেন ওই নারী। 

জানা যায়, চীনের উত্তর চেচিয়াং প্রদেশের জিয়াক্সিং শহরের ওয়ুয়েউ প্লাজা শপিংমলে হাঙরভর্তি ট্যাংকে তখন খাবার দেওয়া হচ্ছিল। হঠাৎ করেই এক নারী ট্যাংকের ওপর ব্রিজ দিয়ে দৌড়ে যাওয়ার সময় হাঙরভর্তি ট্যাংকে পড়ে যান। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করেন। সৌভাগ্যক্রমে ওই নারী অক্ষত আছেন।  

ওই নারীর ট্যাংকে পড়ে যাওয়ার ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে চীনা সামাজিক যোগযোগ মাধ্যমে। 

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী ওয়ুয়েউ প্লাজা শপিংমলের একজন কর্মচারী। ঘটনার সময় ট্যাংকে উপরের অংশ খোলা রেখে হাঙরগুলোকে খাওয়ানো হচ্ছিল। আর তিনি একটি মিটিংয়ে যোগ দিতে তাড়াহুড়া করে দৌড় দিলে ট্যাংকে পড়ে যান। 

হাঙরভর্তি ট্যাংকে কয়েক মিনিট সাঁতার কাটতে হয় ওই নারীকে। তখন ছোট্ট দু’টি হাঙর তাকে কেন্দ্র করে ঘুরছিল। চলতি বছরের জুনে এক ইনস্টাগ্রাম মডেল সাঁতার কাটতে গিয়ে নিজের বাহুতে হাঙরের কামড় খেয়ে আহত হয়েছিলেন।

Bootstrap Image Preview