Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবিতে শুরু হতে যাচ্ছে 'জাতীয় ছায়া জাতিসংঘ ২০১৮'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ১০:০৩ AM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০১:৩১ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ অঙ্গ-সংগঠন জাতিসংঘ ছায়া সংসদ (ডিইউমুনা) ৭ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে জাতীয় ছায়া জাতিসংঘ ২০১৮। ২০১২ সাল থেকে প্রতি বছর জাতিসংঘ তথ্যকেন্দ্র ও ইষ্ট ঐশিয়া স্টাডি সেন্টার যৌথভাবে প্রতি বছর এই অনুষ্ঠানটির আয়োজন করে আসছে।

আগামীকাল ২১ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৪ আক্টোবর পর্যন্ত। ছায়া জাতিসংঘ এমইউএন নামেও পরিচিত। যেখানে ছাত্ররা সাধারণত জাতিসংঘের কমিটি গুলোকে অমুকরণ করে বিভিন্ন দেশের প্রতিনিধিদের ভূমিকা পালন করে।

দেশ ও বিশ্বের অনেক দেশের শিক্ষার্থীরা এই ছায়া জাতিসংঘে অংশগ্রহণ করে থাকে যার মাধ্যমে গবেষণা, বিতর্ক ও লেখার দক্ষতার পাশাপাশি সচেতনতামূলক চিন্তাভাবনা এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পায়। আগামীকাল অনুষ্ঠানটির সূচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম, ঢাক আহসানিয়া মিশনের যোগাযোগ ও জনসংযোগ পরিচালক কাজী রেজা ঢবি মডেল ন্যাশনাল অ্যাসোসিয়েশন আর অ্যালামনাই ফয়েজ আহমেদ, চেয়ারম্যান মো শামসুর রাহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং বিশ্ব ব্যাঙ্কের লিড অর্থনিতীবিদ জাহিদ হুসেইন।

জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে অনুষ্ঠিত হবে ঢাবির জাতীয় ছায়া জাতিসংঘ। বিশ্বের নানা প্রান্ত থেকে আসে প্রতিযোগীরা যোগ দেয় ৪ দিন ব্যাপী এই অনুষ্ঠানটিতে। এ বছরও দেশের প্রায় অর্ধশত প্রতিযোগীর পাশাপাশি নাইজেরিয়া, লেবানন, ভারত নেপাল, আফগানিস্তান থেকে প্রতীযোগীরা আসছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। সম্মেলন্টির এ বছরের মূল প্রতিপাদ্য হল ' অর্থনইতিক নিরাপত্তা শক্তিশালীকরণের মাধ্যমে দীর্ঘস্থায়ী সমৃদ্ধি'।

২৪ অক্টোবর সমাপনী অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অংশের মহাপরিচালক নাহিদা সোবাহান, জাতিসংঘ তথ্যকেন্দ্রের ন্যাশনাল ইনফরমেশন অফিসার জনাব মোঃ মনিরুজ্জামান, ব্রিটিশ কাউন্সিলের টিচিং সেন্টার ম্যানেজার ফেয়ে নিকোলস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড অ্যাসোসিয়েশন এর অ্যালামনাই মোঃ মামুন মিয়া এবং ব্রাকের দক্ষতা উন্নয়নের প্রোগ্রামের হেড তানভীর আনাম।

Bootstrap Image Preview