Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, জুলাই ২০২০ | ২৯ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ কোরিয়ায় গাইবেন কুমার বিশ্বজিৎ

দাস সজীব, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৩:২৩ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৩:২৩ PM

bdmorning Image Preview


আগামীকাল ২১শে অক্টোবর (রবিবার) দক্ষিণ কোরিয়ার বাংলাদেশী অধ্যুষিত শহর আনসান সিটির আনসান অলিম্পিক স্টেডিয়ামে ইপিএস বাংলা কমিউনিটির আয়োজনে ৩য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইপিএস এ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে পারফর্ম করতে ইতিমধ্যেই কোরিয়া পৌঁছেছেন জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ। প্রধান এই আকর্ষণ ছাড়াও আরও আছেন বাংলাদেশি আইডলের বৃষ্টি ও মিরাক্কেলিয়ান জামিল হোসাইন।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কোরিয়ান কে পপ দল সুইট গার্লের মনোমুগ্ধকর পারফরম্যান্স।

উল্লেখ্য যে এই অনুষ্ঠানটিতে প্রতিভাবান বাংলাদেশী ইপিএসকর্মীদেরকে বিভিন্ন এওয়ার্ডে ভূষিত করবে আয়োজক সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া।

ইপিএস এ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় আছে আনসান সিটি। অনুষ্ঠানে স্পন্সর হিসেবে রয়েছে সুমাইয়া টেক, নভোগ্রুপ, জিএমই রেমিটেন্স, আর কে টেলিকম, আল বারাকা রেস্টুরেন্ট, মিরে ট্রেডিং, এম এস ট্রাভেলস,টিকন সিস্টেম লি. ও মদিনা মোবাইল শপ।

Bootstrap Image Preview