Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবির ভর্তি পরীক্ষা সোমবার

জালিয়াতি রোধে সচেষ্ট রয়েছে প্রশাসন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৩:৩৯ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তাছাড়া ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে সচেষ্ট রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শুক্রবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান।

এর আগে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার এক লিখিত বক্তব্যে বলেন, এবারের পরীক্ষায় অংশগ্রহনের জন্য ৫ টি ইউনিটের আওতায় ৪ হাজার সাত’শ আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৪৭ হাজার ৭৫০ টি প্রবেশপত্র সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ‘এ’ ইউনিটে ৩০ হাজার ৬৫২ টি, ‘বি’ ইউনিটে ২৪ হাজার ৮০৩ টি, ‘সি’ ইউনিটে ৩১ হাজার ৯টি, ‘ডি’ ইউনিটে ৩০ হাজার ৮৯০ টি এবং ‘ই’ ইউনিটে ৩০ হাজার ৩৯৬ টি প্রবেশপত্র সংগ্রহ করা হয়েছে।

এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিকভাবে সচেষ্ট রয়েছে। সেখানে কোন ধরণের জালিয়াতি করার সুযোগ নেই উল্লেখ করে প্রশাসন কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তা হলো, অসাধু চক্রের সদস্যদের তাৎক্ষনিক শাস্তি বিধানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত, পরীক্ষা চলাকালীন মেডিকেল টিম, ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রাখা।

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, বিষয় ও হল নির্বাচন, মাইগ্রেশনসহ সামগ্রিক পক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) পাওয়া যাবে।

তাছাড়া, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আশে-পাশে বিভিন্ন মেস মালিক ভর্তিচ্ছু থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে। সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  বলেন, মেস মালিক সমিতি এবং মতিহার থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তার সাথে বসে আলোচন হয়েছে। তারা এবার ভর্তিচ্ছু থেকে কোন প্রকার টাকা আদায় করবে না। যদি কেউ করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক  ড. মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী, ছাত্র উপদেষ্টা অধাপক ড. লায়লা আরজুমান বানু প্রমুখ।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা ১ ঘন্টা করে দিনে ৫ টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই দিনে মোট ১০টি শিফটে এই ভর্তি পরীক্ষা হবে।
 

Bootstrap Image Preview