Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাতিসংঘে ইসরায়েলের আগ্রাসনে বাংলাদেশের নিন্দা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ১১:৪২ AM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ১১:৪২ AM

bdmorning Image Preview


জাতিসংঘে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়েছ বাংলাদেশ সেই সঙ্গে ফিলিস্তিন প্রশ্নে নিরাপত্তা পরিষদের নীরবতায় উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহাস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এ প্রতিক্রিয়া জানান।

ইহুদি রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনীদের ওপর আগ্রাসনের নিন্দা জানিয়ে মোমেন বলেন, এর ফলে পূর্ব জেরুজালেমের জনমিতিক গঠন, অবস্থান ও চেহারা এমনভাবে পাল্টে দিয়েছে যার ফলে এই ভূখণ্ড সাবলীল ফিলিস্তিনি পরিবেশ থেকে একেবারেই আলাদা হয়ে গেছে।

ফিলিস্তিনদের ওপর নির্যাতনের প্রশ্নে নিরাপত্তা পরিষদ কেবল দর্শকের ভূমিকায় থাকতে পারে না জানিয়ে তিনি বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্থা মোটেও গ্রহণযোগ্য নয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এক মুক্ত আলোচনায় ওআইসির সভাপতি হিসেবে একথা বলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোমেন।

Bootstrap Image Preview