Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে চট্টগ্রামে ভক্তদের শোকের ছায়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৮:১৯ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৮:১৯ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রতিনিধি:

বাংলাব্যান্ড সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু কি সত্যিই চলে গেলেন? নাকি কোনো গুজব? খবরটা শুনে চট্টগ্রামের ভক্তদের প্রথম প্রতিক্রিয়াই ছিল এমন। তবে যখন সময় গড়িয়ে টিভি খুলে বসেছিলেন, আর কেউবা বিভিন্ন অনলাইন মিডিয়ায় খুঁজেছেন সংবাদটি। তখনেই সবার জানা হয়ে গেল আইয়ুব বাচ্ছু আর নেই।

হ্যাঁ, সত্যি সত্যি চলে গেলেন কিংবদন্তির শিল্পী ‘এবি’ খ্যাত আইয়ুব বাচ্চু। তার মৃত্যুতে সারা দেশের মতো নিজ জন্মভুমি চট্টগ্রামেও চলছে ভক্তদের শোকের মাতম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ডদল তীরন্দাজের প্রতিষ্ঠাতা শাহেদ অনেকটা বাকরুদ্ধ কণ্ঠে বলেন, আমাদের মতো শত তরুণ বাচ্চু ভাইয়ের গানে ভক্ত হয়ে ব্যান্ডদলে আসা। সেই ভাইটি নেই, মানতে পারছি না। বাংলাদেশ এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, বাচ্চু ভাইকে চিনেছি তার গানের মাধ্যমে। সত্যি তিনি চলে যাওয়ায় বিরাট শূন্যতা অনুভব হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ফাহিম হাসান বলেন, আইয়ুব বাচ্চু ভাই না ফেরার দেশে চলে গেছেন, প্রথমে ফেসবুকে খবরটা শুনে বিশ্বাস হয়নি। পরে টিভি ও বিভিন্ন অনলাইন মিডিয়ায় খবরটি আসার পরই বিশ্বাস হলো।

এ দিকে সংগীত পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘আগামীকাল বাদজুম্মা জাতীয় ঈদগাহে মরহুমের জানাজা হবে। পরশু দিন শনিবার চট্টগ্রামে দ্বিতীয় জানাজা শেষে নগরীর চৈতন্যগলিস্থ কবরাস্থানে মায়ের পাশে তাঁকে দাফন করা হবে।’

Bootstrap Image Preview