Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুধু ক্যাম্পাসের মধ্যেই চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৮, ০৫:২৯ PM
আপডেট: ১৮ অক্টোবর ২০১৮, ০৫:২৯ PM

bdmorning Image Preview


ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ইউনিটের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমেদ।

কেএম নুর আহমেদ জানান, এর আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়াও হাটহাজারী ও নগরের ১০টি কেন্দ্রে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। এ বারই প্রথম সব ইউনিটের পরীক্ষা ক্যাম্পাসে ২ ইউনিটে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আগামী ২৭ অক্টোবর 'বি' ইউনিটের মাধ্যমে শুরু হবে ভর্তি পরীক্ষা। ১ম শিফট সকাল ৯টা ৪৫ মিনিটে, ২য় শিফট দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ‘বি’ ইউনিটের মতো ‘ডি’ ইউনিট, ‘এ’ ইউনিট ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষাও দুই শিফটে নেওয়া হবে। তবে ৩১ অক্টোবর দুই উপ-ইউনিট 'ডি১' ১০টায় ও 'বি১' এর পরীক্ষা দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, হলে যাওয়ার আগে পরীক্ষার্থীকে দুই কপি প্রবেশপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও এ লেভেলের স্টেটমেন্ট অব এন্ট্রি (বিদেশী ডিগ্রিধারীদের ক্ষেত্রে) এর মূল কপি সঙ্গে আনতে হবে।

এ ছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.cu.ac.bd) পাওয়া যাবে।

Bootstrap Image Preview