Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, জুলাই ২০২০ | ১ শ্রাবণ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

মাদ্রিদে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত

কবির আল মাহমুদ, স্পেন প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৬:১২ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৬:১২ PM

bdmorning Image Preview


'উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে স্পেনের মাদ্রিদে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস এর হলরুমে বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে মেলাটি অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠিত এই উন্নয়ন মেলার উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। তিনি বর্তমান সরকারের বিগত প্রায় দশ বছরে অর্জিত উন্নয়ন ও সাফল্য সম্পর্কে প্রবাসী বাংলাদেশিসহ বিদেশি অতিথিদের অবহিত করেন।

আলোচনায় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার একটি রূপরেখা তুলে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন আজ রোল মডেলে পরিণত হয়েছে। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও ডিজিটাল বাংলাদেশসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। তিনি প্রবাসীদের পাঠানো অর্থ দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে উল্লেখ করে তাদের বিশেষ ধন্যবাদ জানান।

উন্নয়ন মেলা উপলক্ষে দূতাবাসের হলরুমে আর্থ-সামাজিক উন্নয়নের উপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়। বাংলাদেশের উন্নয়নের উপর দৃষ্টিনন্দন ব্যানার ও পোস্টার ছাড়াও ঐতিহ্যবাহী দেশীয় সামগ্রী দিয়ে হলরুম প্রাঙ্গণ চমৎকারভাবে সজ্জিত করা হয়। পোস্টারসমূহে সরকারের শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, ক্রীড়া, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, অবকাঠামো, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, তৈরি পোশাক শিল্প, পাট, রফতানি ও রেমিটেন্সসহ এমডিজিতে বাংলাদেশের সাফল্যচিত্র এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর সুনিপুনভাবে তুলে ধরা হয়। আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন, বহির্বিশ্বে বলিষ্ঠ উপস্থিতিসহ গতিশীল পররাষ্ট্রনীতিও উপস্থাপন করা হয় এই উন্নয়ন মেলায়।

উন্নয়ন মেলায় প্রবাসী বাংলাদেশি ছাড়াও বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন স্প্যানিশ রাষ্ট্রদূত এদুয়ার্দো দে লা ইগ্লেসিয়া, বিদেশি কূটনীতিক, স্প্যানিশ ব্যাবসায়ী সংগঠনের প্রতিনিধি, সান পাবলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্তোনিও আলোনসোসহ বিদ্যালয়ের বেশ কয়েকজন স্প্যানিশ স্টুডেন্ট অনুষ্ঠান উপভোগ করেন।

দূতাবাস কর্মকর্তাদের মধ্যে মিনিস্টার ও হেড অব চ্যান্সারি হারুন আল রশিদ, প্রথম সচিব (শ্রম) মো. শরিফুল ইসলামসহ সকল কর্মচারী, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে বিদেশি কূটনৈতিক, স্পেনিশ ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অবহিত করেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

এ সময় কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই উন্নয়ন মেলায় প্রচুর দর্শক সমাগম হয়।

Bootstrap Image Preview