Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৮ দিন পর শিশু নীরব উদ্ধার, আটক অপহরণকারী

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০১:৫৭ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০১:৫৭ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের চুনারুঘাট থেকে অপহরণ হওয়ায় শিশু রিয়াদুল আহমেদ নীরবকে (৫) ঢাকা থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নীরব চুনারুঘাট উপজেলার দূর্গাপুর গ্রামের প্রবাসী মানিক মিয়ারর ছেলে।

গত রবিবার দিবাগত রাতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ এসআই ইকবাল বাহার, এসআই আব্দুল করিম, এসআই আবুল কালাম আজাদ নেতৃত্বে একদল পুলিশ ঢাকার পূর্ব-রামপুরা বৌ-বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় অপহরণকারী চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে রোজা আক্তার সোহানা (২৫) নামে এক নারীকে আটক করা হয়।

ডিবির ওসি মোঃ ইকবাল হোসেন জানান, ২৭ সেপ্টেম্বর বিকাল তিনটায় ওই শিশু চুনারুঘাট উপজেলার দূর্গাপুর গ্রামে নিজ বাড়ির পাশে খেলা করছিল। খেলার এক ফাঁকে সে নিখোঁজ হয়। এরপরও অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর ওই শিশুর মা সাফিয়া খাতুন বাদী হয়ে চুনারুঘাট থানায় একই গ্রামের রুজা আক্তার তার স্বামী নাহিদ আহমেদ অর্ণকে আসামি করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করে। কিন্তু পুলিশ অনেক চেষ্টা চালিয়েও শিশুকে উদ্ধার করতে পারেনি।

অবশেষে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশে ডিবির একটি চৌকস দল মোবাইল ফোনে টেকিংয়ের মাধ্যমে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। অবশেষে তারা নিশ্চিত হয় যে, নাহিদ আহমেদ ও রুজা ওই শিশুকে অপহরণ করে রামপুর এলাকার একটি বাসায় আটক করে রেখেছে। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করে এবং রুজাকে আটক করে। এ সময় তার স্বামী অর্ণ পালিয়ে যায়।

ডিবির ওসি জানান, যেহেতু চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে সেহেতু শিশুসহ আটক রোজাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

গতকাল সোমবার রাতে তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি জানান, আজ মঙ্গলবার শিশুসহ আটক রুজাকে কোর্টে প্রেরণ করা হবে।

Bootstrap Image Preview