Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিশোরগঞ্জে শারদীয় উৎসব উপলক্ষে হতদরিদ্র নারীদের মাঝে বস্ত্র বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৩৯ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কিশোরগঞ্জে শারদীয় উৎসব উপলক্ষে হতদরিদ্র নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ।

রবিবার (১৪ অক্টোবর) শহরের কালীবাড়ি প্রাঙ্গণে এই বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ,বিপিএম।

এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও জিপি বিজয় শঙ্কর রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রণব সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, কিশোরগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ, সাবেক সভাপতি রতন দাস, সাধারণ সম্পাদক পল্লব কর প্রমুখ। অনুষ্ঠানে ৫শ’ হতদরিদ্র নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়।

Bootstrap Image Preview