Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজারে শিশু শিল্পীদের সংবর্ধনা প্রদান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:২৩ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


‘গড়তে শিশুর ভবিষ্যত্, স্কুল হবে নিরাপদ’ এই স্লোগান নিয়ে মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান এবং জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও মৌসুমী প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিশুদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার ( ১৩ সেপ্টেম্বর )  রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এম, সাইফুর রহমান অডিটরিয়ামে মৌলভীবাজার জেলা প্রশাসন ও শিশু একাডেমি মৌলভীবাজারের যৌথ উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান এবং জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও মৌসুমী প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিশুদের সংবর্ধনা প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে এবং নৃত্য প্রশিক্ষক প্রদীপ সাহা ও শিশু নওশীনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ে স্বর্ণ পদকপ্রাপ্ত শিশু সেজুতি পাল শ্যামা ও শিশু তন্ময় লস্কর তুর্য প্রমুখ। পরে শিশু একাডেমি মৌলভীবাজারের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Bootstrap Image Preview