Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে সড়কে ডাকাতি, একজন আহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:১৩ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:১৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে সড়কে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে একজন আহত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে ৪ থেকে ৫ জন সশস্ত্র ডাকাত বনপাড়া-ওয়ালিয়া আঞ্চলিক সড়কের হারোয়া এলাকায় এ ডাকাতি করে।

এ সময় ডাকাতদল একটি অটোভ্যানের গতিরোধ করে দুই যাত্রীসহ ভ্যানচালককে জিম্মি করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ সাড়ে ৩ হাজার টাকা, তিনটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।

এ সময় বাধা দিতে গেলে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয় যাত্রী পাশান প্রামাণিক (৩৫)। সে উপজেলার জোয়াড়ি ভবানীপুরের পাবনা পাড়া গ্রামের মৃত চানু প্রামাণিকের ছেলে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে রাতেই ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের আটকের চেষ্টা করা হয়েছে। কিন্তু তার আগেই তারা দ্রুততার সাথে পালিয়ে যেতে সক্ষম হয়।

Bootstrap Image Preview