Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ১০:১৩ AM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ১০:১৩ AM

bdmorning Image Preview


টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরিফ ওরফে ফরহাদ (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত শরিফ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি (লাল পতাকা)। তার বিরুদ্ধে টাঙ্গাইল থানায় হত্যা, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।

রবিবার গভীর রাতে সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্যপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। শরিফ সদর উপজেলার গালা গ্রামের মৃত চান মিয়া ওরফে নয়ন গাজীর ছেলে।

এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম জানান, গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদ পেয়ে গভীর রাতে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীর দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

পরে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে বেশ কিছুক্ষণ গুলিবিনিময় হয়। একপর্যায়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পাটির জেলা শাখার সভাপতি ফরহাদ গুলিবিদ্ধ হয়।

পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় র‌্যাবের সার্জেন্ট শহিদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুর রহমান আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত শরিফের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় হত্যা, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview