Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাস কাউন্টারে তালা, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৫:৩৫ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৫:৩৫ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারে তালা লাগানোর জেরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস চালানো বন্ধ রেখেছেন মালিকরা।

রবিবার (১৪ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের এক পক্ষের ডাকে চট্টগ্রাম থেকে কক্সবাজারসহ অন্যান্য উপজেলার রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এর ফলে সকাল থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামমুখী লোকজন।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে নগরীর দামপাড়া এলাকায় হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে ভাংচুর চালায় একদল যুবক। এর আগে নতুন ব্রিজ মোড়ে হানিফ পরিবহন ও হানিফ সুপার কাউন্টারেও তারা তালা দিয়েছিল। এর জেরে মালিক গ্রুপ চট্টগ্রাম-কক্সবাজার রুটে শনিবার বিকালেও যানবাহন চলাচল বন্ধ রেখেছিল।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, শনিবার দুপুরে শাহ আমানত সেতু এলাকায় হানিফ পরিবহন ও হানিফ সুপার পরিবহনের কাউন্টার তালা লাগিয়ে দেওয়া হয়। বিষয়টি সুরাহা করার জন্য বাকলিয়া থানার ওসিকে জানানো হলে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো খারাপ ব্যবহার করেন।

মালিক গ্রুপের নেতাদের দাবি, ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে হানিফ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ হানিফ মৃতুদন্ডে দণ্ডিত হয়েছেন। কিন্তু চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী হানিফ পরিবহন ও হানিফ সুপার প্রাইভেট লিমিটেডের মালিক অন্য ব্যক্তি।
বাকলিয়া থানার ওসির খারাপ ব্যবহারের কারণে মালিক গ্রুপের পক্ষ থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী বলেন, দুপুরে কিছু ছাত্র হানিফ পরিবহন ও হানিফ সুপারের কাউন্টারে তালা দেয়। তাদের ম্যানেজারের সাথে কথা বলে বিষয়টি পরে সমাধানের কথা বলা হয়েছিল। এর মধ্যে মালিক গ্রুপের আবুল কালাম আজাদ আমাকে ফোন করে উত্তেজিত হয়ে খুব খারাপ ভাষায় কথা বলেন। উনাকে শুধু ভদ্রভাবে কথা বলতে বলেছি।

তবে এ ধর্মঘট সড়ক পরিবহন মালিক গ্রুপের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন সভাপতি মনজুরুল আলম মঞ্জু। তিনি বলেন, মালিক গ্রুপ কোনো রাজনৈতিক সংগঠন নয়। আলোচনা না করে হুট করে ধর্মঘট ডাকা হয়েছে। কক্সবাজার রুটে হানিফের নামে ইজারা নিয়ে বিভিন্ন মালিক বাস চালায় বলে জানান তিনি।

Bootstrap Image Preview