Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চরভদ্রাসনে ১৭টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা

মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০১:৫১ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০১:৫২ PM

bdmorning Image Preview


হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা পালনে চরভদ্রাসনে চলছে ব্যাপক প্রস্তুতি। পুরোদমে দূর্গা পূজার প্রস্তুতি চলায় উপজেলার সর্বত্র সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে। প্রতিটি পূজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজে দিন রাত ব্যস্ত সময় পার করে চলেছেন মৃৎ শিল্পীরা। 

রবিবার (১৩ অক্টোবর)  উপজেলার বিভিন্ন পূজা মন্ডপগুলো ঘুরে দেখা যায়, পূজা পালনে এ বছর উপজেলার মোট ১৭টি পূজা মন্ডপে পূজা উদ্যাপনের ব্যাপক প্রস্তুতি চলছে।

উপজেলা পূজা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ টিকদার জানান, এ বছর আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা। 

উপজেলা ত্রান অধিদপ্তর সূত্র থেকে জানা যায়, এ বছর উপজেলায় শারদীয় দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিটি পূজা মন্ডপে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাল দেয়া হয়েছে।

থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ জানান, ’এ বছর উপজেলায় শারদীয় দূর্গা পূজা উৎসব মূখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আনছার বাহিনীর পাশাপাশি পুলিশের ফোকাল ও ভ্রাম্যমাণ টহল অব্যাহত থাকবে। এছাড়া উপজেলায় পূজা চলাকালীন সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগের সাথে আমাদের সিনিয়র অফিসারের কথা হয়েছে।’ 

Bootstrap Image Preview