Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫ মাসে র‍্যাবের অভিযানে ৯২৫৫ জন গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৯:৩৭ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৯:৩৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


সন্ত্রাস দমনের মাধ্যমে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) উত্থান ও সাফল্য আসলেও চাঞ্চল্যকর বহু ঘটনার রহস্য উন্মোচন করছে তারা। পাশাপাশি সন্ত্রাসী, ধর্মীয় জঙ্গি, চরমপন্থীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, মাদক ও অসামাজিক কার্যকলাপ বিরোধী অভিযানের মাধ্যমে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করে আসছে র‍্যাব। ৪ মে হতে ৮ অক্টোবর পর্যন্ত ৫ মাসে র‍্যাবের অভিযানে ৯২৫৫ জন গ্রেফতার হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর দেশজুড়ে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করেছে এলিট ফোর্স র‍্যাবের অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)।

গত ৩রা মে র‍্যাবের সদর দফতরে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, জঙ্গিবাদের মতো সমস্যার মোকাবেলায় র‍্যাব যেমন সাফল্য দেখিয়েছে, তেমনি মাদক চোরাচালানী বা মাদক ব্যবসার বিরুদ্ধে র‍্যাব কার্যকর পদক্ষেপ নিতে পারবে। মূলত এরপর থেকে তড়িৎ গতিতে কার্যক্রম শুরু করে এই বাহিনীর সদস্যরা এবং মাদক নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে তারা।

মূলত এরই ধারাবাহিকতায় গত ২৬ মে বহুল আলোচিত রাজধানীর মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পে এক সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ঢাকাসহ সারাদেশেও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি একাধিক মাদকবিরোধী মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

পরিসংখ্যান বলছে, মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান ৪ মে ২০১৮ হতে ৮ অক্টোবর-২০১৮ তারিখ পর্যন্ত মোট ১২২১টি মোবাইল কোর্টের মাধ্যমে ৯ হাজার ২৫৫ জনকে গ্রেফতার করেছে।

এদের মধ্যে ৭৯৭১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ৪ হাজার ৮৯২ জনকে ৭ দিন, ১৪০৩ জনকে ১৫ দিন, ৬৪০ জনকে ১ মাস, ৩০১ জনকে ২ মাস, ১৫৫ জনকে ৩ মাস, ১৮ জনকে ৪ মাস, ৮ জনকে ৫ মাস, ৪৫৪ জনকে ৬ মাস, ৪ জনকে ৭ মাস, ১৯ জনকে ৯ মাস, ১ জনকে ১০ মাস, ৬৬ জনকে ১ বছর, ২ জনকে ১ বছর ৫ মাস, ১ জনকে ১ বছর ৬ মাস, ৭ জনকে ২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া এ সময় ১২৮৪ জন থেকে ৪৯ লাখ ৭৭ হাজার ২২৫ টাকা অর্থ জরিমানা আদায় করা হয়েছে। তা ছাড়া মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চলমান সময়ে র‍্যাবের সাথে গুলি বিনিময়ে মাদক ব্যবসায়ীসহ ৮২ জন নিহত হয়েছে।

র‍্যাবের মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খানের কাছে এই অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, র‍্যাব শুরু থেকে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে চলেছে। আর গত ৩রা মে থেকে আমরা নিয়মতভাবে দেশেজুড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। যার ফলে অনেক অংশে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

সামনের দিনগুলোতে মাদক নির্মূলে আপনাদের এই অভিযান কি জারি থাকবে এমন প্রশ্নের উত্তরের তিনি জানান, আমরা সবসময় মাদক নিয়ন্ত্রণ করতে কাজ করে যাব।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জামাল উদ্দীন আহমেদ র‍্যাবের অভিযান সম্পর্কে বলেন, তাদের অভিযান আসলেই প্রশংসার দাবি রাখে। এই অভিযানের পরে অনেক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। যার ফলে তরুণ সমাজ মাদকের ভয়ানক থাবা থেকে রক্ষা পাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপির কাছে র‍্যাবের অভিযান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, র‍্যাবের মাদকবিরোধী অভিযান প্রশংসার দাবিদার। আশা করি তারা তাদের এই অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত রাখবে। আর আমার সরকার তাদের এই কার্যক্রম সফল করার জন্য সকল সহযোগিতা করবে।

Bootstrap Image Preview