Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় পৃথক অভিযানে মাদকসহ আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৬:৫১ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৬:৫১ PM

bdmorning Image Preview


পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১ গ্রাম হিরোইন ও ৮০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে পত্নীতলা থানা পুলিশ তাদের আটক করে। আটকৃতরা হলেন- উপজেলার কুতুরা গ্রামের মো. মোক্তার হোসেনের ছেলে মো .রুহুল আমিন মিন্টু (৩৫) ও মধইল চৌধুরীপাড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মো.ছয়ফুল ইসলাম (৪৫)।

থানা সূত্রে যানা যায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার গোপীনগর এলাকায় এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ গ্রাম হিরোইনসহ রুহুল আমিন মিন্টু ও শনিবার দুপুরে উপজেলার মধইল বাজার থেকে ছয়ফুল ইসলামকে ১১ গ্রাম হিরোইনসহ আটক করা হয়।

অপরদিকে, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশরাফুল ও এএসআই আসিফ সরকারের নেতৃত্ব অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview