Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৩ কোটি ব্যবহারকারীর তথ্য বেহাত

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ১১:১৪ AM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ১১:১৪ AM

bdmorning Image Preview


সাম্প্রতিক সাইবার হামলায় প্রায় তিন কোটি ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছে বলে দাবি করছে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে। গত মাসের শেষের দিকে পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছে। ফেসবুকের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে ওই তথ্য হাতিয়ে নেওয়া হয়েছিল।

সাইবার হামলার ওই ঘটনায় তথ্য হাতিয়ে নেওয়ার ক্ষেত্রে কারা যুক্ত—সেটিও বের করতে পারেনি ফেসবুক। তবে এখন ফেসবুক কর্তৃপক্ষের দাবি, ক্ষতির পরিমাণ কম ছিল।

ফেসবুকের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন বলছেন, ব্যবহারকারীর সংখ্যাটি হবে ৫ কোটি নয়, ২ কোটি ৯০ লাখ।

অনলাইন পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা এখন জানি যে, যতটা ভাবা হয়েছিল, তার চেয়ে কম মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

ফেসবুকের ‘ভিউ অ্যাজ’ নামের একটি ফিচারের মাধ্যমে ওই হামলার সুযোগ পেয়েছিল হ্যাকাররা। এই সুবিধার মাধ্যমে একজনকে ফেসবুক বন্ধুরা কীভাবে দেখে তা জানা যায়। এতে আক্রান্ত ব্যবহারকারীদের অ্যাকাউন্ট আপনা-আপনি লগ-আউট হয়ে যায় এবং ফের লগ-ইনের নির্দেশ পায়।

 

Bootstrap Image Preview