Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের মাঝে জাল পাসপোর্ট বিক্রি ও মাদক বহনের দায়ে দু'জনের কারাদণ্ড

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৯:০০ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৯:০০ PM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে জাল পাসপোর্ট বিক্রি ও মাদক বহনের দায়ে দুইজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার বিকালে এ সাজা প্রদান করেন তিনি উখিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক। 

এবিষয়ে একরামুল ছিদ্দিক তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে আর অপরাধী যত বড় হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রোহিঙ্গাদের মাঝে জাল পাসপোর্ট বিক্রি, ইয়াবা সেবন ও ছিনতাইয়ের অপরাধে বালুখালীর মৃত আনু মিয়ার পুত্র মোহাম্মদ নুরুল আলমকে ২ মাস এবং মায়ের উপর অত্যচার করার অপরাধ, ১ পুরিয়া গাঁজা ৬ পিস ইয়াবা বহনের দায়ে রাজাপালং ইউনিয়নের দরগাবিলের মৃত আলী আহমদের পুুুুত্র শাহ আলমকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদের উখিয়া থানা হাজতে প্রেরণ করা হয়।

Bootstrap Image Preview