Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঈশ্বরদীতে সচেতনতায় মাইকিং 

গোপাল অধিকারী, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৬:৩৫ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৬:৩৫ PM

bdmorning Image Preview


অদৃশ্য সাপ বলে কিছু নেই। ঈশ্বরদীর কিছু এলাকায় অজ্ঞাত পোকার কামড়ে আতংক ছড়িয়ে পড়েছে।  এতে ভয় পাওয়ার কিছু নেই। অতিরিক্ত গরম ও আবহাওয়ার বিপর্যয়ের কারণে এ ধরনের পোকার আক্রমন বেড়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (সরকারি হাসপাতাল) এর পক্ষ থেকে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সচেতনমূলক এ তথ্য জানানো হয়।

মাইকিং এর মাধ্যমে আরো জানানো হয়, এ পোকার কামড়ে বিষক্রিয়া হয় না।  তাই ভীত বা আতংকিত হওয়ার কিছু নেই। কোন সমস্যা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে বলা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম শামীম জানান, অদৃশ্য বা উড়ন্ত সাপ বলে কিছু নেই। অজ্ঞাত কোন পোকার কামড়ের কারণে আতংক ছড়িয়ে পড়েছে।  তাই মানুষকে সচেতন করতে এই সচেতনমূলক মাইকিং করা হচ্ছে।

উল্লেখ্য, প্রায় ১৫ দিনের বেশি সময় ধরে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, দাশুড়িয়া, সলিমপুর গ্রামের প্রায় শতাধিক মানুষ বিষাক্ত কোন পোকার কামড়ে আক্রান্ত হয়েছেন।  অনেকের শরীরে বিষক্রিয়া দেখা গেছে। অনেকেই ওঝা ও চিকিৎসকের নিকট গিয়েছেন।  এতে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।   
 

Bootstrap Image Preview