Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদ্যুতিক বাতি জ্বলছে ফরিদপুরের ১৮৪টি পরিবারে

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৫:০০ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৫:০০ PM

bdmorning Image Preview


ফরিদপুর জেলার সালথায় উপজেলায় ১৮৪টি পরিবারের মাঝে ৭৮লাখ টাকা ব্যয়ে সাড়ে ৫কিলোমিটার বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে।

ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলার সালথা দাখিল মাদ্রাসা মাঠে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে প্রধান অতিথি হিসাবে গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

পল্লী বিদ্যুত সমিতির সহকারী জেনারেল ম্যানেজার আব্দুর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বার, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, সৈয়াদ আলী মীর, মকিম মাতুব্বার, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, মনির হোসেন খান, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।

Bootstrap Image Preview